parbattanews

শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ

পার্বত্যনিউজ ডেস্ক:

শুক্রবার সন্ধ্যায় দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে শনিবার সারাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। এরই মধ্যে ঈদের জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

দেশের প্রধান ঈদ জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। সবচেয়ে বেশি মানুষের অংশগ্রহণে ঈদ জামাতের প্রস্তুতি নেয়া হয়েছে শোলাকিয়ায়। এছাড়া শনিবার ঈদের দিন নামাজের জন্য দেশের সকল স্থানে প্রস্তুতি নেওয়া হয়েছে।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। সেই হিসেবে একদিন বাদেই বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা গেল বাংলাদেশে।

শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।

জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদ জামাত হবে সকাল সাড়ে ৮টায়। এতে ইমামতি করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। বিকল্প ইমাম হিসেবে থাকবেন মিরপুর জামেয়া আরাবিয়ার মুহতামিম শায়খুল হাদিস মাওলানা সৈয়দ ওয়াহিদুয্যামান।

জাতীয় ঈদগাহের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে সন্তুষ্টি জানিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

Exit mobile version