শাকিব খানের প্রশংসায় বাঁধন

fec-image

দুই দশকেরও বেশি সময় দেশের চলচ্চিত্রে রাজত্ব করে যাচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তার সিনেমা মানেই হলে দর্শকের উপচে পড়া ভিড়। এবার শাকিবের প্রতি ভালোবাসার কথা জানালেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

সোমবার (২৩ জুন) নিজের সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে শাকিব খানের প্রশংসা করে বাঁধন লেখেন, ‘আমার জীবনে বহু মানুষ আছেন যারা আমাকে অনুপ্রাণিত করেছেন। এর মানে এই নয় যে, আমি তাদের সব মতের সঙ্গে একমত। কিন্তু তাদের জীবনের কিছু দিক, মানসিক দৃঢ়তা, সিদ্ধান্ত আমাকে গভীরভাবে ছুঁয়ে গেছে। ঠিক তেমন একজন হচ্ছেন আমাদের সুপারস্টার শাকিব খান।’

তিনি আরো বলেন, ‘শাকিব খান যেভাবে নিজেকে তৈরি করেছেন, তার জন্য আমি শ্রদ্ধা জানাই। এমন তারকাখ্যাতি অর্জন করা সহজ নয়। এটা সম্ভব হয় বছরের পর বছর কঠোর পরিশ্রম আর নিজের কাজের প্রতি গভীর ভালোবাসা থাকলে। তার এই অধ্যবসায় ও অঙ্গীকারই তাকে আজকের শাকিব বানিয়েছে। তাই তার প্রতি আমার আন্তরিক সম্মান।’

শাকিব খানকে ঘিরে দর্শকদের নিঃশর্ত ভালোবাসার কথাও উল্লেখ করেন বাঁধন। তিনি লেখেন, ‘মানুষ তাকে যেভাবে নিঃশর্ত ভালোবাসে, সেটাই সবচেয়ে বড় অর্জন। আমি বিশ্বাস করি, খ্যাতির সঙ্গে দায়িত্বও বাড়ে। আমার ধারণা, শাকিব সেটা গভীরভাবে উপলব্ধি করেন। তার সব কাজের জন্য শুভকামনা রইল।’

এবারের কোরবানি ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘তাণ্ডব’। দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে ছবিটি। এতে শাকিব খানের সঙ্গে আরো অভিনয় করেছেন সাবিলা নূর, সিয়াম আহমেদ, আফরান নিশো, রোজী সিদ্দিকী, এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু ও কাজী রাকায়েত।

অন্যদিকে ঈদের উৎসবে মুক্তি পেয়েছে বাঁধনেরও সিনেমা ‘এশা মার্ডার’। এটি পরিচালনা করেছেন সানী সানোয়ার। এতে বাঁধন অভিনয় করেছেন পুলিশ অফিসারের চরিত্রে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন