parbattanews

শান্তিচুক্তির দুই যুগ পূর্তিতে কাপ্তাই জোনের উদ্যোগে বার্ণাঢ্য র‍্যালি

পার্বত্য চট্টগ্রাম শান্তিচূক্তির দু’ই যুগ পূর্তি উপলক্ষে কাপ্তাই জোনের উদ্যোগে বর্ণাঢ়্য র‍্যালি বের করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের অভ্যর্থনা ফটক হতে শুরু হয়ে র‍্যালিটি কাপ্তাই নতুনবাজার, লগগেইট প্রদক্ষিণ করে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট( বিএসপিআই) এসে শেষ হয়।

র‍্যালীতে শহীদ নৌ মোয়াজ্জম ঘাঁটির কমডোর এম মনির উদ্দিন মল্লিক, ডিজিএফআই, কাপ্তাই শাখার অধিনায়ক লেঃ কর্নেল আলী আক্কাছ, কাপ্তাই জোনের জোন কমান্ডার লে. কর্নেল আনোয়ার জাহিদ, পিএসসি, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, পিডিবির ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের, কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দীন, বিএসপিআই এর অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার, ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ সহ পদস্ত সামরিক, বেসামরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, হেডম্যান, শিক্ষা প্রতিষ্ঠান সমুহের শিক্ষক শিক্ষার্থী এবং নানা শ্রেণী পেশার লোকজন অংশ নেন।

Exit mobile version