parbattanews

‘শান্তিচুক্তির সুফল ভোগ করে একটি বিশেষ মহল পাহাড়ে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে’

মাটিরাঙ্গা জোনের মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল নওরোজ নিকোশিয়ার পিএসসি, জি

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২২তম বার্ষিকী উদযাপনে নানা কর্মসুচি গ্রহণের কথা জানিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল নওরোজ নিকোশিয়ার পিএসসি, জি বলেছেন, পার্বত্য শান্তিচুক্তির ফলে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। সাধারণ জনগণ শান্তিচুক্তির সুফল ভোগ করছে। শান্তিচুক্তির সুফল ভোগ করে একটি বিশেষ মহল পাহাড়ে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে। সন্ত্রাসী তৎপরতার মাধ্যমে পাহাড়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে ম্লান করতে দেয়া হবেনা।

সোমবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জোন সদরে অনুষ্ঠিত মাটিরাঙ্গা জোনের মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল নওরোজ নিকোশিয়ার পিএসসি, জি এ সব কথা বলেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শামছুদ্দিন ভুঁইয়া, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভুঁইয়া, মাটিরাঙ্গা দারুচ্ছুন্নাহ মাদরাসার পরিচালক মো. আনোয়ার হোসেন ও মাটিরাঙ্গা বাজার কমিটির সাধারণ সম্পাদক সোহাগ মজুমদার প্রমুখ বক্তব্য রাখেন।

সেনাবাহিনী পাহাড়ের সাধারণ জনগণের জন্য কাজ করে যাচ্ছে জানিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল নওরোজ নিকোশিয়ার পিএসসি, জি বলেন, আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় মাটিরাঙ্গা জোনের ভারপ্রাপ্ত জোনাল স্টাফ অফিসার মো. ইফতেখার রিয়াদ, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা ফরেস্ট রেঞ্জার মো. তরিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান, সাধারণ সম্পাদক সুবাস চাকমা মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা ও মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এমএম জাহাঙ্গীর আলম ছাড়াও শিক্ষক-সাংবাদিক, হেডম্যান-কার্বারী, নির্বাচিত জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

পরে মাটিরাঙ্গা জোনের পক্ষ থেকে ব্যাক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠান পর্যায়ে আর্থিক অনুদান প্রদান করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল নওরোজ নিকোশিয়ার পিএসসি, জি।

Exit mobile version