‘শান্তি চুক্তির পর পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠির আর্থসামাজিক সমৃদ্ধি ঘটেছে’
খাগগাছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেছেন, পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সমস্যা সমাধানে শান্তি চুক্তি অগ্রণী ভূমিকা রেখেছে। শান্তি চুক্তির সম্পাদনের পর শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠির আর্থসামাজিক সমৃদ্ধি ঘটেছে।
তিনি সোমবার (৮ মে) দুপুরে লক্ষ্মীছড়ি কমিউনিটি সেন্টার মাঠে আয়োজিত খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করে পায়রা উড়িয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণের মাধ্যমে সম্মেলন উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, লক্ষ্মীছড়ি উপজেলার সভাপতি রেম্রাচাই চৌধুরীসহ জেলা ও উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।