parbattanews

শান্তিচুক্তির বর্ষপূর্তিতে আলীকদমে জেএসএস’র সমাবেশ অনুষ্ঠিত

আলীকদম প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর উদ্যোগে শান্তি চুক্তির ২১ তম বর্ষপূর্তি উপলক্ষে আলীকদমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আলীকদম বাজার পাড়াস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জেএসএস এর সহ-সভাপতি ফিলিপ ত্রিপুরা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা জেএসএস এর সাবেক সভাপতি মংসানু মার্মা। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জেএসএস সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাইনথপ ম্রো।

পিসিপি’র সাবেক সভাপতি সুশান্ত তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেএসএস নেতা থোয়াইম্রা মার্মা, জেএসএস নেতা পারাও ম্রো।

সমাবেশে জেএসএস নেতারা শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আন্দোলন ছাড়া সরকার চুক্তি বাস্তবায়ন করবে না। এ সরকার অ-গণতান্ত্রিক এবং উগ্র সাম্প্রদায়িক। বক্তারা চুক্তি মোতাবেক অস্থায়ী সেনা ছাউনি প্রত্যাহার, অপারেশন উত্তোরণ বাতিল, ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন বিধিমালা প্রণয়ন করে কমিশনকে কার্যকর করার দাবি জানান।

এছাড়াও চুক্তি মোতাবেক পার্বত্য পুলিশ বাহিনী গঠন, স্থায়ী ভোটার তালিকা প্রণয়ন করে পাহাড়ি-বাঙালি তথা স্থায়ী বাসিন্দাদের মধ্যে শিক্ষিত বেকারদের সরকারি চাকুরীতে নিয়োগ দাবি করেন।

Exit mobile version