শান্তি চুক্তির বর্ষপূর্তিতে মা‌টিরাঙ্গা জো‌নের বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও কম্বল বিতরণ

fec-image

ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরের ২৬তম বার্ষিকী উপলক্ষ্যে গুইমারা রিজিয়ন কর্তৃক নানাবিধ কর্মসূচির আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় (শনিবার ২‌ ডি‌সেম্বর) ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন কৃর্তক সম্প্রীতি র‌্যালি, মানবিক সহায়তা, বিনামূল্যে চিকিৎসা সেবাও ঔষধ বিতরণ করা হয়েছে। সকাল ৮টায় জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান পিএসসি’র নেতৃত্বে মাটিরাঙ্গায় জোন থেকে সম্প্রীতি র‌্যালি মা‌টিরাঙ্গা বাজার প্রদ‌ক্ষিণ ক‌রে মা‌টিরাঙ্গা জো‌নের সাম‌নে গি‌য়ে শেষ হয়।

এসময় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল হোসেন মজুমদার, মাটিরাঙ্গা জেনের উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন, সহকারী পুলিশ সুপার (মা‌টিরাঙ্গা সা‌র্কেল) আবু জাফর মোহাম্মদ সা‌লেহ, মা‌টিরাঙ্গা থানার ও‌সি (তদন্ত) মো. শ‌রিফসহ জনপ্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

দুপুু‌রের দি‌কে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে গুইমারা রিজিয়নের শীতবস্ত্র বিতরণ উদ্বোধনের পর মাটিরাঙ্গা জোনে আওতা‌ধীন এলাকার পাহাড়ি-বাঙালি ১৫০ জন অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এছাড়াও একই মাঠে ৩৯৩ জন পাহাড়ি ও ২৬২ জন বাঙালি সহ মোট ৬৫৫ জনকে বিনামূল্যে ঔষধ বিতরণ ও চিকিৎসাসেবা দেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন সাইফুজ্জামান সায়ক।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন