শান্তি সম্প্রীতির লক্ষ্যে বান্দরবানে ছাত্রসমাজের মোমবাতি মিছিল
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে ও দেশে শান্তি সম্প্রীতির লক্ষ্যে মোমবাতি জ্বালিয়ে বান্দরবানে মিছিল করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (০৮ আগস্ট) সন্ধ্যায় বান্দরবান সাঙ্গু ব্রিজ থেকে শিক্ষার্থীদের একটি মোমবাতি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয় ।
পরে শহীদ মিনারে শহীদদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে আলোকিত করা হয় এবং দেশের শান্তি সম্প্রীতি যাতে ফিরে আসে সেজন্য সকলে দেশবাসীর কাছে একসাথে মিশে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় সরকার পদত্যাগের একদফা দাবিতে। এ আন্দোলনে প্রাণ হারায় শিক্ষার্থী, শিশু, কিশোরসহ কয়েকশত মানুষ।
Facebook Comment