শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির খাগড়াছড়ি গড়তে চাই: পার্বত্য প্রতিমন্ত্রী

fec-image

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, যুব সমাজকে নিয়ে শান্তি-সম্প্রীতি ও সমৃদ্ধির খাগড়াছড়ি গড়তে চাই। যুবকরাই সুন্দর সমাজ ও জাতি গঠনে ভূমিকা পালন করছে। যুবকরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়বে।

বুধবার (১৯ জুন) দুপুরে খাগড়াছড়ি জেলা সদরস্থ কদমতলী জেলা পরিষদ চেয়ারম্যানের বাংলোর কনফারেন্স হলে তৃণমূল উন্নয়ন সংস্থা’র উদ্যোগে সুইজারল্যান্ড’র সহযোগিতায় আস্থা প্রকল্পের জেলা নাগরিক প্লাটফর্ম ও উপজেলা ইয়ুথ গ্রুপের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, তথ্য প্রযুক্তির যুগে যুব সমাজকে কাজে লাগানোই আমাদের মূল লক্ষ্য। যুব সমাজকে তথ্য-প্রযুক্তির ছোঁয়ায় মেলে ধরতে হবে। আজ নারীরা পুরুষের চেয়ে অনেকটা এগিয়ে। নারীরা আজ স্বর্বত্র বিরাজমান।

সভায় আস্থা’র চেয়ারপার্সন সাধন কুমার চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান দিদারুল আলম, জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা, জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান কল্যাণী ত্রিপুরা প্রমুখ।

সভায় যুব সমাজ অনলাইন ডিভাইসের আসক্তি, কিশোর গ্যাং, মাদক, চীনে নারী পাচার, শিক্ষিত ও অর্ধশিক্ষিত যুবকদের বাল্যবিবাহ, ইভটিজিং, সুষ্ঠু সংস্কৃতি চর্চা ও বেকার সমস্যাসহ নানান বিষয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

এসময় জাবারাং কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, তৃণমূল উন্নয়ন সংস্থা’র আস্থা প্রকল্পের মনিটরিং ও রিপোর্টিং অফিসার মিহির কান্তি ত্রিপুরা, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ত্রিনা চাকমা, খাগড়াছড়ি সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান কল্যাণী ত্রিপুরাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, পার্বত্য চট্টগ্রাম
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন