শাপলা চত্বরের অপারেশনে মৃতের সংখ্যা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: বেনজীর

মৃতের সংখ্যা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ বলেছেন, শাপলা চত্বরে অপারেশন ফ্ল্যাশ আউটে মৃতের সংখ্যা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। আমরা সমাবেশস্থল থেকে সাতটি মৃতদেহ উদ্ধার করেছি।
বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বেনজীর বলেন, অভিযানের সময় পূর্ব ও দক্ষিণ অংশ খোলা রাখি, যাতে হেফাজতিরা বেরিয়ে যেতে পারে। আমরা এই অভিযানে ওয়াটার ক্যানন, সাউন্ট গ্রেনেড, স্মোক গ্রেনেড–সব নন-লেথাল অস্ত্র ব্যবহার করেছি। ওয়ার্ল্ড ক্লাস লজিস্টিক্স ব্যবহার করেছি। আমাদের লক্ষ্য ছিল জিরো ক্যাজুয়াল্টি। আমরা এতে মোটামুটি সফল হয়েছি। অভিযানে ম্যাক্সিমাম অফিসার ব্যবহার করেছি, এটা অফিসার-বেজড অভিযান। আমরা সফলভাবে অভিযান শেষ করি। রাত ২টায় (৫ মে) অপারেশন শুরু করি, মাত্র ১০ মিনিটে ঈর্ষণীয় ক্ষিপ্রতায় শেষ করি।

ডিএমপি কমিশনার বলেন, হেফাজতিরা আমাদের একজন পুলিশ সদস্যকে খুন করে, তার অস্ত্র কেড়ে নিয়ে যায়।

কমিশনার বলেন, এখন আমরা অগ্রসর (অ্যাডভান্সড) সময়ে বসবাস করি। এই যুগ মৃতদেহ গুম করা অসম্ভব বিষয়, এটা স্পষ্ট। মিথ্যা কথা ছড়ানো হচ্ছে। কম্পিউটারে ফটোশপ করে আমাদের প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা চলছে। এই তালিকা আপনারা (বিরোধী দল) কোথায় পেলেন? যদি দুই-তিন হাজার লোক মারা যায়, তাহলে তাদের আত্মীয়স্বজনরা কোথায়? আপনাদের কাছে তালিকা থাকলে আমাদের দেন।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন