শারজায় আজ আমিরাত-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ

fec-image

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে শনিবার (১৭ মে)। আজ রাত ৯টায় মাঠে নামবে দুই দল। শারজায় অনুষ্ঠিতব্য ম্যাচ দুটি সরাসরি দেখা যাবে টেলিভিশন ও অনলাইন মাধ্যমে—বাংলাদেশ ছাড়াও বিশ্বের নানা প্রান্তের দর্শকদের জন্য রয়েছে ভিন্নভিন্ন সম্প্রচারের ব্যবস্থা।

বাংলাদেশে সিরিজের দুই ম্যাচ সম্প্রচার করবে দেশের ক্রীড়াচ্যানেল টি স্পোর্টস। ভারতে দেখা যাবে ফ্যানকোড-এ, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দর্শকরা খেলা উপভোগ করতে পারবেন ক্রিকবাজ-এর মাধ্যমে।

পাকিস্তানে সম্প্রচার করবে জিও সুপার, আর যুক্তরাষ্ট্র ও কানাডার দর্শকদের জন্য থাকবে উইলো টিভি। বিশ্বের অন্যান্য দেশেও থাকবে স্পোর্টসআই ও ইউটিউব লাইভের ব্যবস্থা।

দুটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়, অর্থাৎ বাংলাদেশ সময় রাত ৯টায়। ম্যাচভেন্যু শারজা ক্রিকেট স্টেডিয়াম।

মাঠে বসে খেলা দেখতে চাইলে সংগ্রহ করতে হবে টিকিট। স্টেডিয়ামের বক্স অফিস থেকে ৩০, ৭৫ কিংবা ২০০ দিরহামের বিনিময়ে পাওয়া যাচ্ছে ম্যাচ টিকিট। দর্শকদের জন্য খোলা থাকবে বিভিন্ন শ্রেণির আসন।

এটি আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যে দ্বিতীয় দ্বিপাক্ষিক সিরিজ। টাইগাররা এর আগে একবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আন্তর্জাতিক সিরিজ খেলেছে।

দুই দলের স্কোয়াড একনজরে

আরব আমিরাত : মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শারাফু, আরিয়ানশ শর্মা, আসিফ খান, ধ্রুব পারাশার, ইথান ডি’সুজা, হায়দার আলী, মতিউল্লাহ খান, মোহাম্মদ জাওয়াদউল্লাহ, মোহাম্মদ জোহাইব, মোহাম্মদ জুহাইব, রাহুল চোপড়া, সগির খান, সঞ্চিত শর্মা, সিমরানজিত সিং।

বাংলাদেশ :  লিটন দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, শরিফুল ইসলাম।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন