শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ি সেনা রিজিয়নের আর্থিক অনুদান প্রদান
খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্যদিয়ে সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উদযাপনের অনুরোধ জানিয়েছেন। তিনি সার্বিক বিষয়ে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানান।
মঙ্গলবার (১ অক্টোবর) সকালে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নে পক্ষ থেকে খাগড়াছড়ি জেলা সদরের ১৭টি পূজা মন্ডবের উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে আর্থিক অনুদান প্রদানকালে তিনি এ কথা বলেন।
এছাড়াও দুজন হতদরিদ্র ব্যক্তিকে আর্থিক সহায়তা দেয়া হয়। এ সময় খাগড়াছড়ি রিজিয়নের জিএসও-২ (ইন্ট) মেজর মো. জাবির সোবহান মিয়াদ উপস্থিত ছিলেন।
Facebook Comment