মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতি

শিক্ষকদের আন্দোলনের নামে বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি

fec-image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শিক্ষকদের যৌক্তিক আন্দোলনকে পুঁজি করে ‘পতিত স্বৈরাচারের সহযোগীরা’ যদি পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং আসন্ন নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণে বাধা দিতে চায়, তবে তা প্রতিহত করতে বিএনপি কোনো নমনীয়তা দেখাবে না।

শনিবার ১৮(অক্টোবর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

বিবৃতিতে তিনি বলেন, একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত। শিক্ষকদের যুক্তিসঙ্গত আর্থিক সুবিধা, চাকরির নিরাপত্তা, সর্বোচ্চ সামাজিক মর্যাদা এবং তাঁদের অবদানের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করাকে বিএনপি অগ্রাধিকার দেয়।

মির্জা ফখরুল বলেন, রাষ্ট্র সংস্কার বা নাগরিক উন্নয়নে যত উদ্যোগই নেওয়া হোক, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং শিক্ষকদের আর্থসামাজিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত না করলে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না।

তিনি জানান, বিএনপি যদি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, তবে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ এবং পর্যায়ক্রমে সকল শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনায় নেওয়া হবে।

বিবৃতির শেষাংশে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, শিক্ষক আন্দোলনকে ঘিরে কেউ যদি অরাজকতা ও সহিংসতা ছড়ানোর অপচেষ্টা করে, বিএনপি তা প্রতিহত করতে দৃঢ় অবস্থানে থাকবে।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বিএনপি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শিক্ষক আন্দোলন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন