parbattanews

শিক্ষাই মানুষের মানবতা জাগিয়ে দেয়: জুরাছড়ি জোন অধিনায়ক

রাঙ্গামাটি প্রতিনিধি:

‘শিক্ষাই মানুষের মানবতা জাগিয়ে দেয়। শিক্ষাই পারষ্পরিক সম্প্রীতির সহবাসের মনোভাব তৈরী করে দেয়। সুশিক্ষায় শিক্ষিত হয়ে এলাকায় উন্নয়নের ধারা এগিয়ে নেয়ার পাশাপাশি সামাজিক অপশক্তি প্রতিরোধে রুখে দাঁড়াবে’।

রোববার (২৭ মে) সকালে জেলার জুরাছড়ি উপজেলা জোনের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ দরিদ্র শিক্ষার্থীদের এইচএসসিতে ভর্তির লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে জোন অধিনায়ক লে. কর্ণেল কেএম ওবাইদুল হক এসব কথা বলেন।

এ সময় বনযোগীছড়া চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, সাবেক ইউপি চেয়ারম্যান ও শলক কলেজের সভাপতি সুরেশ কুমার চাকমা, বনযোগীছড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অম্ভু বিকাশ চাকমা, জোনের মেজর মীর তৈয়বুর রহমানসহ সেনা বাহিনীর পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জোন অধিনায়ক লে. কর্ণেল কেএম ওবায়দুল হক বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের উন্নয়নের শিখরে পৌঁছতে হলে সুশিক্ষার কোন বিকল্প নেই। এ সময় তিনি শলক কলেজ প্রতিষ্ঠায় প্রশংসা করে বলেন, এলাকাবাসীর সার্বিক সহযোগীতায় উপজেলায় কলেজ স্থাপনে দরিদ্র পরিবারের ছেলে-মেয়েদের উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে।

আলোচনা সভা শেষে দরিদ্র ১০ জন শিক্ষার্থীকে এ সময় শিক্ষা সহায়তা প্রদান করা হয়।

Exit mobile version