শিক্ষাবৃত্তির দরখাস্ত আহবান করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ

স্টাফ রিপোর্টার, পার্বত্যনিউজ :

খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা শিক্ষার্থীদের কাছে উপবৃত্তির দরখাস্ত আহবান করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। ২০১৩-১৪ অর্থ বৎসরে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর অধীনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এ উপবৃত্তি প্রদান করবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়/মেডিকেল কলেজ, অনার্স-পাস কোর্স এবং ডিপ্লোমা / টেকনিক্যাল কলেজ / ইনস্টিটিউটে অধ্যয়নরত গরীব ও মেধাবী ছাত্র/ছাত্রীরা উপবৃত্তির জন্য আবেদন করতে পারবে।

আবেদনকারী ছাত্র/ছাত্রীর নাম, পিতা ও মাতার নাম, স্থায়ী ঠিকানা, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, অধ্যয়নরত শ্রেনী, শিক্ষাবর্ষ ইত্যাদি উল্লেখ করে আগামী ৩০ জানুয়ারি ২০১৪খ্রি. তারিখের মধ্যে আবেদন করা যাবে বলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সুত্রে জানা গেছে।

আবেদনের সাথে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান/বিভাগীয় প্রধানের সুপারিশ থাকতে হবে। সার্কেল চীফ/জেলা প্রশাসক প্রদত্ত স্থায়ী বাসিন্দার সনদপত্র, এসএসসি ও এইচএসসি সহ সর্বশেষ পরীক্ষার নম্বরশীট এবং সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙ্গীন ছবি দাখিল করতে হবে আবেদনের সাথে। শিক্ষাবৃত্তির বিষয়ে বিস্তারিত তথ্য পরিষদের ওয়েবসাইট (www.khdcbd.org)-এ দেখা যাবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন