শিক্ষাবৃত্তি প্রদানে উন্নয়ন বোর্ডের বৈষম্যে ছাত্র পরিষদের প্রতিবাদ

fec-image

শিক্ষাবৃত্তি প্রদানের ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাম্প্রদায়িক বৈষম্যমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) গণমাধ্যমে বিবৃতি দিয়ে প্রতিবাদ জানায়।

বিবৃতিতে বলেন, বিগত বছরের ন্যায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক প্রদানকৃত (২০২০-২০২১) অর্থবছরে বাৎসরিক শিক্ষাবৃত্তিতে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ৫৩% বাঙালি শিক্ষার্থীদের শতকরা মাত্র ২৬% শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে, যা কিনা চরম সাম্প্রদায়িক বৈষম্যের শামিল। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক ২০২০-২০২১ অর্থবছরে শিক্ষাবৃত্তির ফলাফল অনুযায়ী মোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ২২২৫ জন, মোট বাঙালি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ৬০৭ জনের বিপরীতে উপজাতীয় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১৬১৮ জন।

বিবৃতিতে আরো বলা হয়, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পাহাড়ে বসবাসরত সকল জাতি-গোষ্ঠীর জনসংখ্যা অনুপাতে সমান নাগরিক অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাসী, সুতারাং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক প্রদানকৃত (২০২০-২০২১) অর্থবছরে বাৎসরিক শিক্ষাবৃত্তিতে পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের সাথে সাম্প্রদায়িক বৈষম্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই ধরনের বৈষম্যমূলক কর্মকান্ড অব্যাহত রাখা হলে আমরা পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ আন্দোলনে নামতে বাধ্য হবো।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন