শিক্ষার্থীদের উসকানিতে কান না দেওয়ার অনুরোধ বৈষম্যবিরোধীদের
কারো উসকানিতে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটি বলছে, শিক্ষার্থীদের একতায় ভাঙন ধরাতে পারলে অনেকেরই হীন স্বার্থ উদ্ধার হবে।
সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অনুরোধ জানানো হয়েছে।
পোস্টে বলা হয়, ‘আজ ডেমরার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজের কেউ মারা যায়নি, এমনটাই নিশ্চিত করেছে পুলিশ কর্তৃপক্ষ ও সাংবাদিকরা। পরিস্থিতি উত্তপ্ত করে শিক্ষার্থীদের ক্ষেপিয়ে তুলতে ইচ্ছেকৃতভাবে ছড়ানো হয়েছিল গুজব। আমরা সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে কারো উসকানিতে কান না দিয়ে শান্ত থাকার অনুরোধ জানাচ্ছি। শিক্ষার্থীদের একতায় ভাঙন ধরাতে পারলে অনেকেরই হীন স্বার্থ উদ্ধার হবে।’
সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকে মাহবুবুর রহমান মোল্লা কলেজ (ডিএমআরসি), কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বেলা ১২টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের হাজারো শিক্ষার্থী একত্রিত হয়ে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায়। সংঘর্ষে আহত হয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন।