parbattanews

নাইক্ষ্যংছড়িতে নারী শিক্ষার্থীদের কারাত প্রশিক্ষণ

বাইশারী প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নারী শিক্ষার্থীদের কারাতে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও বিনামূল্যে পোষাক বিতরণ করা হয়েছে।

৩১ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকালে উপজেলার মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এই প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

অলাভজনক প্রতিষ্ঠান “অন্যন্যা কল্যাণ সংগঠনের উদ্যোগে” ইভটিজিং, যৌন নিপীড়ন প্রতিরোধকল্পে বিনামূল্যে নাইক্ষ্যংছড়ি উপজেলার নাইক্ষ্যংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় ও মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের মেয়েদের আত্মরক্ষামূলক কারাতে প্রশিক্ষণ প্রদান কর্মসূচীর আওতায় আনা হয়েছে।

এ উপলক্ষ্যে গত ৩১শে জানুয়ারি (বৃহস্পতিবার) বিকালে সদর উপজেলার মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে কারাত ফেডারেশনের স্বীকৃত প্রশিক্ষক দ্বারা ৫০ জন তরুণীকে ২৫দিনব্যাপী আত্মরক্ষামূলক কারাতের বিভিন্ন কলা কৌশল শেখানো হবে। এই প্রশিক্ষণার্থীদেরকে সংগঠনের উদ্যোগে কারাতের ড্রেস প্রদানসহ উক্ত ওয়ার্কশপ উদ্বোধন করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা অন্যন্যা কল্যাণ সংগঠনের ভলান্টিয়ার্স কমিটির সভাপতি ও সদর ইউনিয়ন চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী।

উদ্বোধনী অনষ্ঠানে সংক্ষিপ্ত বক্তৃতায় প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলেন, এই অন্যন্যা কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠানটি পর্যায়ক্রমে পার্বত্য এলাকায় দশ হাজার মেয়েদেরকে ফ্রী কারাতে প্রশিক্ষণ প্রদান করবেন।

এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাঈন উদ্দীন খালেদ, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি ও অন্যন্যা কল্যাণ সংগঠনের উপদেষ্টা শামীম ইকবাল চৌধুরী, প্রোগ্রামার ডিরেক্টর দীনেন্দ্র ত্রিপুরা, প্রজেক্ট কোঅর্ডিনেটার শৈতিংয়ী, লরেন্স গাব্রিয়েল ত্রিপুরা, মং হ্লা থোয়াই চাক, মেকি প্রু মার্মা,ফিল্ড ফেসিলেটর মো, আবু বাক্কার সিদ্দিক, প্রেসক্লাব ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার প্রমুখ।

Exit mobile version