শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে রাবিপ্রবিতে ভিসি নিয়োগ

fec-image

অবেশেষে দীর্ঘ পাঁচ মাস পর সরকার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন চ্যান্সেলর নিয়োগ দিয়েছেন। নিয়োগ পাওয়া নতুন ভাইস চ্যান্সেলরের নাম উপাচার্য ড. মো. আতিয়ার রহমান।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ও বায়োলজিক্যাল সায়েন্স ফ্যাকাল্টির ডিনের দায়িত্বে আছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ১০ (১) ধারা অনুসারে মো. আতিয়ার রহমান, ডিন ফ্যাকাল্টি অব বায়োলজিক্যাল সায়েন্স এবং প্রফেসর ডিপার্টমেন্ট অব বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে উক্ত বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর পদে তার যোগদানের তারিখ থেকে নিয়োগ করা হলো।

প্রজ্ঞাপনে পাঁচটি শর্ত দেওয়া হয়েছে। সেগুলো হলো- উপাচার্য পদে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর হবে; উপর্যুক্ত পদে তিনি তাঁর অবসরের অব্যবহিতপূর্ব পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষনিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

নতুন নিয়োগপ্রাপ্ত উপাচার্য মো. আতিয়ার রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ও বায়োলজিক্যাল সায়েন্স ফ্যাকাল্টির ডিনের দায়িত্বে আছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ১০ (১) ধারা অনুসারে মো. আতিয়ার রহমান, ডিন ফ্যাকাল্টি অব বায়োলজিক্যাল সায়েন্স এবং প্রফেসর ডিপার্টমেন্ট অব বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে উক্ত বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর পদে তার যোগদানের তারিখ থেকে নিয়োগ করা হলো।

প্রজ্ঞাপনে পাঁচটি শর্ত দেওয়া হয়েছে। সেগুলো হলো- উপাচার্য পদে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর হবে; উপর্যুক্ত পদে তিনি তাঁর অবসরের অব্যবহিতপূর্ব পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষনিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

এদিকে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ভাইস চ্যান্সেলর ( ভিসি) নিয়োগ না দেওয়ায় আজ বৃহস্পতিবার (০৯ জানুয়ারী) সকালে বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি, মিছিল ও বিক্ষোভ সমাবেশ করছে শিক্ষার্থীরা।

এরপর সকাল ১১টায় লং মার্চ টু ডিসি অফিস এবং দুপুর ১২টা থেকে ডিসি অফিস শাটডাউন ও অবস্থান কর্মসূচি পালনের কথা ছিলো আন্দোলনরত শিক্ষার্থীদের।

এর আগে গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দাবি পূরণ না হওয়ায় জেলা প্রশাসকের কার্যালয় শাটডাউন করবে মর্মে একটি এক প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিলো।

রাবিপ্রবির বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত একাধিক শিক্ষার্থী জানান, জুলাই বিপ্লবের সময় আমাদের বিশ্ববিদ্যালয় থেকে ভিসি পদত্যাগ করার পর নতুন কোন ভিসি নিয়োগ দেয়নি সরকার। যে কারণে আমাদের পাঠদান, প্রশাসনিক কার্যক্রমসহ সকল কার্যক্রম স্থগিত হয়ে পড়েছে। সরকার আমাদের দাবির সময় অনুযায়ী ভিসি নিয়োগ দিতে ব্যর্থ হওয়ায় আজ থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছে।

এর আগে গত ৬ জানুয়ারি রাবিপ্রবি শিক্ষার্থীরা রাঙামাটির বনরূপায় এলাকায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় প্রশাসনের আশ্বাসে তারা ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয়।

প্রসঙ্গত, গত বছরের ১৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ করলে দীর্ঘ পাঁচ মাস ধরে পদটি শূন্য রয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন