parbattanews

শিক্ষার্থীদের ভুল শিক্ষা দেওয়া থেকে বিরত থাকুন: কুজেন্দ্র লাল ত্রিপুরা

Dighinala picture 29-03-2017 copy

দীঘিনালা প্রতিনিধি:

‘শিক্ষার্থীদের ভুল শিক্ষা দেওয়া থেকে বিরত থাকুন। প্রয়োজনে জেনে নিয়ে শেখাবেন। এ শিক্ষার্থীদের মধ্য থেকে ভবিষ্যতে রাষ্ট্রপ্রধান হতে পারে। তাই নতুন প্রজন্মের নিকট মুক্তিযুদ্ধ সম্পর্কে, দেশের ইতিহাস সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরুন”।

বুধবার দীঘিনালা উপজেলার হাচিনসনপুর উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খাগড়াছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো জসিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দীঘিনালা সেনা জোনের উপ-অধিনায়ক মেজর সাব্বির আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. কাশেম, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, উপজেলা দুদক’র সভাপতি রঞ্জন কুমার চাকমা, ৩নম্বর কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবপ্রিয় বড়ুয়া।

পরে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

Exit mobile version