parbattanews

শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না: ইউএনও

বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ১ নং ওয়ার্ড কাগজিখোলা আদর্শ ইসলামীয়া দাখিল মাদ্ররাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বর্ণিল আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১২টার সময় মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলম কোম্পানি।

মাদ্রসা সুপার মাওলানা রিদুওয়ানুল হকের পরিচালনায় পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। অভিভাবক সচেতন হলেই সন্তানেরা মানুষের মত মানুষ হবে।তাই সকল অভিভাবকদের সময়মত ছেলেমেয়েদের প্রতিষ্ঠান মুখি করার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালক চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী মো. ইব্রাহিম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পল্লী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ মহিউদ্দিন, কাগজিখোলা পুলিশ ফাড়ীর ইনচার্জ বিকাশ চৌধুরীসহ আরো অনেক।এছাড়া এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরাসহ মাদ্রাসার ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version