parbattanews

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। বুধবার (২ জুন) সকালে সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের প্রতিনিধি কৃপায়ন চাকমা, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিলের জেলা কমিটির সহ সভাপতি ক্যাচিং মারমা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম প্রতিনিধি হিকো ত্রিপুরা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাচিং মারমা, রিয়াজ উদ্দিন, শিউলী মারমা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের উপর বিরূপ প্রভাব পড়েছে। তারা ভুল পথে পা বাড়াচ্ছে। যা পরিবার রাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ। কলকারখানা, গার্মেন্টস, শপিং মল, গণপরিবহন খুলে দিলেও সরকার এখনো শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিচ্ছেনা। যদি অন্য সকল প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে চলতে পারে তাহলে শিক্ষা প্রতিষ্ঠান কেন চলতে পারবেনা। ভালো ইন্টারনেট সুবিধা না থাকায় পাহাড়ের প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের পক্ষে অনলাইন ক্লাস করা সম্ভব হচ্ছেনা।

তাই অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান বক্তারা। এর আগে শহরে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।

Exit mobile version