parbattanews

শিক্ষা সংক্রান্ত ৮দফা বাস্তবায়নের দাবিতে দীঘিনালায় পিসিপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দীঘিনালা প্রতিনিধি:

শিক্ষামন্ত্রণালয় কর্তৃক জারি করা সার্কুলার প্রত্যাহার এবং পিসিপি (বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ)’র ঘোষিত ৮দফা বাস্তবায়নের দাবিতে, দীঘিনালায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ।

বুধবার (১৩ ডিসেম্বর) বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ দীঘিনালা উপজেলা শাখা এবং  দীঘিনালা ডিগ্রি কলেজ শাখার উদ্যোগে বড়াদম স্পোটিং ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে বিক্ষোভ মিছিলটি বড়াদম বাজার প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপজেলা পাহাড়ি ছাত্র পরিষদ সভাপতি নিকেল চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, গণতান্ত্রিক যুব ফোরাম দীঘিনালা উপজেলা শাখার সভাপতি সজীব চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা সাংগঠনিক সম্পাদক রুপেশ চাকমা, উপজেলা পিসিপি’র সাধারণ সম্পাদক জীবন চাকমা প্রমুখ।

সমাবেশে বক্তারা, অন্যায়ভাবে ধরপাকড় বন্ধ করাসহ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি কলেজ শাখা-৬ হতে জারি করা সার্কুলার প্রত্যাহার করে পিসিপি’র ৮দফা বাস্তবায়নের দাবি জানান।

 

Exit mobile version