parbattanews

শিলখালী আইডিয়্যাল ক্যাডেট মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্টান শিলখালী আইডিয়্যাল ক্যাডেট মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে ৩ মার্চ মাদ্রাসা মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। শিলখালী আদর্শ সার্বিক গ্রাম উন্নয়ন সমিতি লি: এর সেক্রেটারী আবদুল মালেকের সঞ্চালনায় অনুষ্টিত উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব অধ্যাপক নুরুল আমিন চৌধুরী।

এতে বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা সমিতি চট্রগ্রামের সেক্রেটারী আলহাজ্ব মোর্শেদ জাফর, বারবাকিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব এ,এইচ,এম বদিউল আলম, শিলখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হোসাইন, শিলখালী এস,কে ফিশারিজ এর ব্যবস্থাপনা পরিচালক জিয়াবুল করিম চৌধুরী।

অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শিলখালী আদর্শ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি: এর সভাপতি হাফেজ সেলিম উল্লাহ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বশির আহমদ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পেকুয়া শাখার ম্যানেজার রমিজ উদ্দিন, চুনতি ফাতেমাতুল মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল্লাহ, শিলখালী আইডিয়্যাল ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ জয়নাল আবেদীন, শিলখালী ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক বেলাল উদ্দিন প্রমুখ।

পরে অতিথিবৃন্দ মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

Exit mobile version