শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

fec-image

গাইবান্ধার সুন্দরগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে সমেস উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতার সমেশ উদ্দিন সুন্দরগঞ্জ উপজেলার বাসিন্দা।

শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব-১৩।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগীর শিশুর মা-বাবা ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। শিশু মেয়েটি তার নানার বাড়িতে থাকতো। গত ২৯ জুলাই ধর্ষণের শিকার হয়। পরে ৩১ জুলাই ভুক্তভোগীর মা বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে সমেস উদ্দিন পালিয়ে যান।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার র‍্যাব-১৩ ও -১১ নারায়ণগঞ্জে যৌথ অভিযান পরিচালনা করে। রাত ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের কাঁচপুর এলাকা থেকে সমেস উদ্দিনকে গ্রেফতার করা হয়। তাকে আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ধর্ষক গ্রেপ্তার, ধর্ষণ, র‌্যাব
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন