parbattanews

শিশুদের নিয়ে পানছড়িতে জাতীয় শিশু দিবস উদযাপিত

বর্ণিল আয়োজনে পানছড়িতে উদযাপিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। বাহারি পোশাক, কানে দুল, খোপায় ফুল, হাতে চুড়ি আর পায়ে নুপুর পরা শিশুদের আগমনে উপজেলা পরিষদ এলাকা ছিল মুখরিত। দিনের শুরুতেই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেবের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।

দলীয় কার্যালয়ে দোয়া ও মুনাজাত শেষে শিশুদের উপস্থিতিতে কেক কাটা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ, উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা ও পানছড়ি থানার ওসি মো. হারুনুর রশিদের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে শিশুদের উপস্থিতিতে কেক কাটা হয়। সকাল ১০টা থেকে শিশুদের নিয়ে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় শিশুরা দৃষ্টিনন্দন নৃত্যর তালে তালে মাতিয়ে রাখে পুরো উপজেলা পরিষদ মিলনায়তন। অতিথি ও দর্শনার্থীরা করতালির মাধ্যমে শিশুদের উৎসাহ যোগান। দিবসটির তাৎপর্য দিয়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার হাতে তুলে দেয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Exit mobile version