parbattanews

শিশু সুরক্ষার লক্ষ্যে সরকারি সেবা পেতে কল করুন ১০৯৮ নম্বরে

শিশু সুরক্ষার লক্ষ্যে , শিশুর সহায়তায় চাইল্ড হেল্পলাইন সরকারি সেবা পেতে কল করুন ১০৯৮ নাম্বারে সরকারের ব্যতিক্রমধর্মী উদ্যোগকে স্বাগত জানিয়েছে থানচিবাসী।

চাইল্ড হেল্পলাইনের সচেতনতা বৃদ্ধিমূলক ওরিয়েন্টেশন ও মোবাইল টিম গঠন সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) থানচি সরকারি উচ্চ বিদ্যালয় সভা কক্ষে দিনব্যাপী কর্মশালার  উদ্বোধন করেন থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা।

সমাজ কল্যান মন্ত্রণালয়ের অর্থায়নের চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রকেটশন ইন বাংলাদেশ ( সিএসপিবি) প্রকল্পের আওতায় উপজেলা সমাজ সেবা অধিদপ্তর ও ইউনিসেফ যৌথ আয়োজনের কর্মশালা সভাপতিত্ব করেন উপজেলা সমাজ সেবা অধিদপ্তরে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সত্যজিদ মজুমদার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, থানচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

কর্মশালায় ২৫জন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন। পরে উপজেলা সমাজ সেবা অফিসার সতজিদ মজুমদারকে প্রধান করে ১২ সদস বিশিষ্ট হেল্পলাইন মোবাইল টিম গঠন করা হয়।

Exit mobile version