শীতার্তদের মাঝে যামিনীপাড়া ব্যাটালিয়নের শীতবস্ত্র বিতরণ

ছবি: শীতবস্ত্র বিতরণ করছেন উপ-শাখা সীপকস এর সাধারণ সম্পাদিকা জামিয়ান বিনতে খালেক
পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলাধীন যামিনীপাড়া ব্যাটালিয়নের (২৩ বিজিবি) উদ্যোগে উপ-শাখা (সীপকস) যামিনীপাড়া এর সার্বিক ব্যবস্থাপনায় কোভিড-১৯ প্রটোকল মেনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আর্তমানবতার সেবায় ২০০ জন অসহায় দুস্থ পাহাড়ি-বাঙালি ও শিশুদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
রবিবার (২০ নভেম্বর) দুপুরে যামিনীপাড়া ব্যাটালিয়ন আওতাধীন এলাকায় শীতবস্ত্র বিতরণ করেন উপ-শাখা সীপকস, যামিনীপাড়া এর পক্ষ হতে সাধারণ সম্পাদিকা জামিয়ান বিনতে খালেক (অধিনায়কের পত্নী)।
শীতবস্ত্র বিতরণের সময় যামিনীপাড়া ব্যাটালিয়নের (২৩ বিজিবি) সমন্বয়কারী অফিসার ক্যাপ্টেন মো. আশিকুর রহমান উপস্থিত ছিলেন।
ঘটনাপ্রবাহ: বিতরণ, শীতবস্ত্র
Facebook Comment