parbattanews

শীতে নারিকেল তেলের উপকারিতা

আসছে শীতকাল। শীতে ছোট-বড় সব বয়সি মানুষের ত্বক শুষ্ক হয়ে যায়। তবে নারিকেল তেল ব্যবহার করলে এ সমস্যা থেকে রেহায় পাওয়া যেতে পারে।

চুলের যত্নে নারিকেল তেলের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা আমরা সবাই জানি। তবে চুলের পাশাপাশি ত্বক ভালো রাখতেও কিন্তু জুড়ি নেই এই তেলের। শীতকালে ত্বক নরম রাখতে বেছে নিতে পারেন নারিকেল তেল।

জেনে নিন নারিকেল তেলের উপকারিতা

*নারিকেল তেলে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের কোলাজেন ভালো রাখতে সাহায্য করে। এছাড়া এই তেলে থাকা ভিটামিন এ এবং ই ত্বকে বলিরেখা পড়তে দেয় না সহজে।

*ত্বকের ফেটে যাওয়া রোধ করতে অতুলনীয় নারিকেল তেল। এটি ত্বকের ময়েশ্চারাইজার হিসেবে চমৎকার কাজ করে।

*ত্বকের কোষের ক্ষয়ে যাওয়া আটকায় নারিকেলের তেল।

*নিয়মিত নারিকেল তেল ম্যাসাজ করলে কালচে দাগ দূর হয়ে ত্বক হয় উজ্জ্বল।

*শুষ্ক ত্বক খুব সহজেই হারিয়ে ফেলে প্রাণ। এ ধরনের ত্বকের যত্নে নারিকেল তেলের তুলনা নেই। এটি খুব সহজে মিশে গিয়ে ত্বক রাখে মসৃণ ও নরম।

Exit mobile version