ইউরোপা লিগ

শীর্ষে থেকেই নকআউট পর্বে লিভারপুল

fec-image

অস্ট্রেলিয়ার ক্লাব লাস্ককে দাঁড়াতেই দিলো না লিভারপুল। ঘরের মাঠে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে উঠে গেলো ইউরোপা লিগের নকআউট পর্বে।

চলতি মৌসুমে ই-গ্রুপের শীর্ষে থেকে শেষ ষোল নিশ্চিত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। দ্বিতীয় দল হিসেবে নকআউটে উঠেছে ফ্রান্সের ক্লাব তুলুজ। গ্রুপপর্বের শীর্ষে উঠতে লিভারপুলের লেগেছে ১২ পয়েন্ট। ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে ছিল তুলুজ।

গতকাল বৃহস্পতিবার ঘরের মাঠে লাস্কের বিপক্ষে খেলতে নেমে ম্যাচের ১২ মিনিটে লিভারপুলকে লিড এনে দেন কোস্টারিকার ফরোয়ার্ড লুইস ডিয়াজ। দ্য রেডসের হয়ে জোড়া গোল করেন ডাচ ফরোয়ার্ড কডি গাকপ। প্রথম গোলের তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এরপর অতিরিক্ত সময়ে (৯০+২) মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন এই ডাচ উইঙ্গার।

গোল পেয়েছেন মোহাম্মদ সালাহও। দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন এই মিশরীয় তারকা। তবে সেটি ছিল পেনাল্টি। বক্সের ভেতরে লাস্কের খেলোয়াড় তবিয়াস লায়ালের ফাউলে পেনাল্টি পেয়ে যায় লিভারপুল। বাঁপায়ের দুর্দান্ত শটে তাকে গোলে পরিণত করেন সালাহ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন