শুক্রবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা ৩ মে
নিউজ ডেস্ক:
এইচএসসি ও সমমানের ১৯ এপ্রিলের পরীক্ষা ৩ মে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের দাবির মুখে এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বুধবার আন্তঃশিক্ষা বোর্ডের সভায় এ সিদ্ধা ন্ত নেওয়া হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী জানান।
নতুন সময়সূচি অনুযায়ী আটটি সাধারণ বোর্ডের অর্থনীতি প্রথমপত্র, পদার্থবিজ্ঞান প্রথমপত্র তত্ত্বীয়, বাংলা ভাষা ও সাহিত্য প্রথমপত্র, ইংরেজি ভাষা ও সাহিত্য প্রথমপত্র, ডিআইবিএস-এ ব্যবসায় নীতি ও প্রয়োগ প্রথমপত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয়পত্র (আবশ্যিক), মাদ্রাসা বোর্ডের আরবি প্রথমপত্র ও আরবি সাহিত্য পরীক্ষা ৩ মে অনুষ্ঠিত হবে।
এ ছাড়াও এইচএসসি ভোকেশনাল সিলেবাসের গণিত-২, ব্যবসায় ব্যবস্থাপনার অধীনে ব্যবস্থাপনা নীতি ও পদ্ধতি (দ্বাদশ) এবং হিসাব বিজ্ঞান (একাদশ/পরিপূরক), ডিপ্লোমা ইন-কমার্সের অধীনে অর্থনীতি (দ্বাদশ) এবং ব্যাংকিং ও বীমা (একাদশ/পরিপূরক) পরীক্ষাও ৩ মে অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, হরতালের কারণে স্থগিত হওয়া এসব পরীক্ষা ১৯ এপ্রিল নেওয়ার ঘোষণা দেয়া কর্তৃপক্ষ। কিন্তু পরীক্ষাপূর্ব প্রস্তুতির জন্য এটি সহায়ক নয় দাবি করে পরীক্ষা পেছানোর দাবি জানায় পরীক্ষার্থীরা।