শুটিং সেটে অসদাচরণের জেরে নিষিদ্ধ অভিনেত্রী চমক

fec-image

ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে অভিনয় থেকে তিন মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ‘শ্বশুরবাড়িতে প্রথম দিন’ নাটকের শুটিং সেটে নির্মাতা ও সহশিল্পীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে দোষী প্রমাণ হওয়ায় তাকে নিষিদ্ধ করা হয়। ।

সোমবার (২১ আগস্ট) একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিনেত্রীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। আগামী ১ সেপ্টেম্বর থেকে তিন মাসের জন্য এই অভিনেত্রীকে সব প্রকার কাজ না করার নির্দেশ দেয় টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড।

সংগঠন থেকে আরও জানানো হয়, আগামী ৩০ আগস্টের মধ্যে ‘শ্বশুরবাড়ির প্রথম দিন’ নাটকের যে ক্ষতিপূরণ তা দিতে নির্দেশ প্রদান করে অভিনেত্রী চমককে। এ ছাড়া থানার সাধারণ ডায়েরি তুলে নিতে হবে। এ নির্দেশ অমান্য করলে সংগঠন আরও কঠোর ভূমিকা নেবে বলে জানানো হয়।

এরআগে, গত ৪ আগস্ট আদিফ হাসানের পরিচালনায় নির্মাণাধীন নাটক ‘শ্বশুরবাড়ির প্রথম দিন’-এর সেটে তর্কাতর্কি, পুলিশ আসা এবং শুটিং বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটে। এদিন সেটে উত্তেজিত অবস্থায় নির্মাতা ও সহশিল্পীদের সঙ্গে বাজে আচরণ করেন অভিনেত্রী চমক। এরপর নিজের নিরাপত্তার কথা বলে পুলিশও ডেকে আনেন। এ ঘটনায় নাটকটির কাজ বন্ধ হয়ে যায়।

এরপর সংকট সমাধানে ১৩ আগস্ট একসঙ্গে বসে দেশের নাটকপাড়ার তিন অভিভাবক সংগঠন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব), ডিরেক্টরস গিল্ড ও অভিনয় শিল্পী সংঘ।

সেখানে জানানো হয়, অভিনেত্রী চমক ক্ষতিগ্রস্ত নাটকের প্রযোজক, পরিচালক, জ্যেষ্ঠ অভিনেতা ফখরুল বাশার মাসুমসহ সবার উপস্থিতিতে দুঃখপ্রকাশ ও ক্ষমা চাইবেন। শ্বশুরবাড়ির প্রথম দিন নাটকটি নির্মাণের বাকি খরচ ক্ষতিপূরণ হিসেবে দেবেন চমক। অভিনেতা আরশ খান ও পরিচালক আদিফ হাসানের বিরুদ্ধে থানায় যে জিডি করেছেন, অনতিবিলম্বে তা নিষ্ক্রিয় করার ব্যবস্থা করবেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, সে ব্যাপারে সচেষ্ট থাকবেন। ভবিষ্যতে যদি এ ধরনের ঘটনা ঘটে, তবে সংগঠনের দেওয়া যেকোনো শাস্তি গ্রহণ করতে তিনি বাধ্য থাকবেন।

রাতেই নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড জানায়, অভিনয় শিল্পী সংঘের সিদ্ধান্তের সঙ্গে একমত নয় তারা। সংগঠনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর বলেছিলেন, ‘প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে, সেটা শুধুই অভিনয় শিল্পী সংঘের। আমরা এই সিদ্ধান্তের সঙ্গে একমত নই। তারা তাদের ইচ্ছেমতো সিদ্ধান্ত নিয়ে আমাদের নাম ব্যবহার করেছে। এটা একেবারেই অনুচিত। আমরা চেয়েছিলাম এমন সিদ্ধান্ত নিতে, যা ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা দ্রুত সংবাদ সম্মেলন করে এ বিষয়ে আমাদের মতামত তুলে ধরব।’

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন