parbattanews

শুরু হলো চার দিনব্যাপী পার্বত্য মেলা

রাজধানীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে চার দিনব্যাপী পার্বত্য মেলা। পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎপাদিত পণ্যসামগ্রীর প্রচার ও বিপণনের মাধ্যমে তাদের স্বনির্ভরতার লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও এ মেলার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে শুরু হওয়া এ মেলা চলবে রোববার (৮ ডিসেম্বর) পর্যন্ত।

বিকাল ৩টায় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। সর্বসাধারণের জন্য উন্মুক্ত এ মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের মেলায় আছে ১০০ স্টল। প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত থাকবে পার্বত্য অঞ্চলের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে ঢাকার স্বনামধন্য শিল্পীদের সঙ্গে রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির শিল্পীরা অংশ নেবেন।

Exit mobile version