parbattanews

শূন্যরেখার রোহিঙ্গাকে ২য় দফায় কুতুপালং ট্রানজিট ক্যাম্পে নেওয়া শুরু

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের সংঘাতের জেরে ২য় দফায় ২৭৩ জন রোহিঙ্গাকে উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়ন পরিষদে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান চৌধুরী উপস্থিত থেকে ২য় দফায় রোহিঙ্গাদের সরানোর কার্যক্রম শুরু করেছে।

শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান জানান, সীমান্তে থাকা রোহিঙ্গাদের ২য় দফায় মোট ২৭৩ জন (৫৩) পরিবারকে কুতুপালংস্থ ট্রানজিট ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে এবং পরবর্তীতে তাদেরকে বিভিন্ন ক্যাম্পে পাঠানো হবে। এখানে আগত যেসব রোহিঙ্গাদের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার তথ্য পাওয়া যাবে, তাদের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হবে বলেও জানিয়েছেন মিজানুর রহমান।

উল্লেখ্য, গতকাল ৫ ফেব্রুয়ারি তুমব্রু সীমান্ত থেকে প্রথম দফায় ৩৬ পরিবারের ১৮৬ জন বাস্তুচ্যুত রোহিঙ্গাকে উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্পে সরানো হয়েছে।

Exit mobile version