শৃঙ্খলা ভঙ্গ করলে বহিস্কারের হুশিয়ারি
কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া নেতাকর্মীদের জনগণের সাথে ভালো ব্যবহার করার পরামর্শ দিয়ে বলেন, সামনে নির্বাচনকে মাথায় রেখে নেতাকর্মীদের জনগণের দোড় গোড়ায় যেতে হবে। কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে বহিস্কার করে হাতে কাগজ ধরিয়ে দেওয়া হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।
তিনি রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় নবগঠিত রামগড় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করতে আসলে এমন হুশিয়ারি উচ্চারণ করেন।
তিনি বলেন, কোন অবস্থায় পাহাড়ি-বাঙালির সম্প্রীতি নষ্ট করা যাবে না। পার্বত্য অঞ্চল নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। পাহাড়কে অশান্ত করে আওয়ামী লীগের প্রেত্মারা অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার, সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী ও হাফেজ আহমেদ ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু ও মোশাররফ হোসেন প্রমুখ।