শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে ফ্যাসিবাদী শাসন – মুহাম্মদ শাহজাহান

fec-image

কেন্দ্রীয় জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, “সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের কারণে আওয়ামী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।”

শুক্রবার (১৫ নভেম্বর) দুপুর ২টায় হ্নীলা আল-ফালাহ একাডেমি মাঠে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামির কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার ঐতিহ্যবাহী সাংগঠনিক হ্নীলা ইউনিয়ন শাখার বিশাল কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন হ্নীলা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা গিয়াসউদ্দিন নিজামী এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা ইব্রাহীম মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, “গত ১৫ বছরের শাসনকালে সরকার দেশের জনপ্রিয় স্কলার ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। জামায়াতে ইসলামির মতো কুরআনপ্রেমী দলকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা চালিয়ে নিজেরাই এ দেশের মানুষের হৃদয় থেকে মুছে গেছে।”

তিনি আরও বলেন, “জুলুম-নির্যাতনের শিকার মজলুমদের চোখের পানি ও বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে শত শত শহীদের রক্তে বাংলাদেশ আজ একটি নতুন দিগন্তে পা রেখেছে। ইসলামের পতাকা উঁচু রাখতে জামায়াতের কর্মীদের মেধা ও নৈতিকতার দৃষ্টান্ত স্থাপন করতে হবে।”

বিশেষ অতিথিদের বক্তব্যে জেলা জামায়াতের আমির মাওলানা অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী বলেন, “ইসলামের শত্রুরা যুগে যুগে ইসলামের আলো নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। জামায়াতে ইসলামির ওপর অত্যাচার চালিয়ে তারাই আজ মানুষের অন্তর থেকে সরে গেছে। ঐক্যবদ্ধ থেকে আমাদের বিজয় সুনিশ্চিত করতে হবে।”

জেলা জামায়াতের নবনির্বাচিত সেক্রেটারি মুহাম্মদ জাহেদুল ইসলাম, ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের কক্সবাজার শহর শাখার সভাপতি সারওয়ার কামাল সিকদার, টেকনাফ উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নুরুল হোসাইন সিদ্দিকী, সেক্রেটারি মাওলানা রফিক উল্লাহ, হোয়াইক্যং ইউনিয়নের সভাপতি মাওলানা মুহাম্মদ ইব্রাহীম খলিলসহ আরও নেতৃবৃন্দ কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন।

সম্মেলনটি টেকনাফ অঞ্চলে জামায়াতের সাংগঠনিক শক্তি পুনঃপ্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন