শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে ভারতের জবাব পাওয়া যায়নি : পররাষ্ট্র উপদেষ্টা

fec-image

ভারত থেকে জোর করে বাংলাদেশে পুশ-ইন করা হচ্ছে। সশরীরে এটা ঠেকানো সম্ভব নয়। তাই এটি বন্ধ করতে ভারত সরকারকে আজ বা আগামীকাল (বুধবার) আরেকটি চিঠি দেবে বাংলাদেশ।

মঙ্গলবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এর আগে চিঠিতে দিল্লিকে বলা হয়েছিল তারা যেন সঠিক পদ্ধতি অনুযায়ী পাঠায়। তারা কিছু ক্ষেত্রে বলেছে, এ ক্ষেত্রে কিছু জট আছে; তোমরা সেগুলো ঠিকমতো করছ না (ভারতে থাকা অবৈধ বাংলাদেশি)।

আমরা চেক করে দেখেছি, খুব দীর্ঘদিনের তালিকার (ভারতে থাকা অবৈধ বাংলাদেশি) মধ্যে আছে একটা এবং আমরা পাশাপাশি এটাও দেখেছি যে, আসলে তাদের তালিকা অনুযায়ী আমরা চেকআপ করে অনেককে নিয়েছি।

তিনি বলেন, ‘এখন আমরা চেষ্টা করছি কনস্যুলার ইস্যু নিয়ে একটা মেকানিজম আছে, সেটাকে ব্যবহার করে এ জিনিসটাকে একটা নিয়মের মধ্যে নিয়ে আসার।

আমরা চাইলে নিয়মিত পদ্ধতিতে জিনিসটি হতে পারে। নিয়মের বাহিরে যেন না যায়।’
সীমান্ত হত্যা নিয়ে নমনীয়তার কোনো সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, ‘সীমান্ত হত‍্যার বিষয়ে আমরা প্রতিবাদ করছি। নমনীয়তার কোনো সুযোগ নেই।

শক্ত ভাষায় প্রতিবাদ চলবে।’
এ সময় শেখ হাসিনাকে ফেরত আনার ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের কোনো জবাব পাওয়া যায়নি। কোনো প্রতিক্রিয়া জানায়নি তারা।’

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পররাষ্ট্র উপদেষ্টা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন