শেখ হাসিনা দেশের অর্থনীতিকে পঙ্গু করেছে : পীর চরমোনাই

fec-image

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ব‌লে‌ছেন, রাষ্ট্র পরিচালনার নামে শেখ হাসিনা দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে দেশের অর্থনীতিকে পঙ্গু করেছে।

বিগত সরকারের আমলে বাংলাদেশ চোরের দেশ হিসেবে বার বার পরিচিতি লাভ করেছে। সোমবার ২৮ এপ্রিল, বিকাল ৫টার দিকে খাগড়াছ‌ড়ির মাটিরাঙ্গা তবলছড়ি চত্বর এলাকায় আয়োজিত পথসভায় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা বলেন।

তি‌নি বলেন, ফ্যাসিষ্ট আওয়ামী সরকার দেশের ছাত্র জনতাকে হত্যা করে ক্ষমতাকে দীর্ঘায়িত করার অপচেষ্টা করেছে। অপর একটি দল দেশে চাঁদাবাজি দখলদারি নিয়ে ব্যস্ত আছে। কিন্তু আমরা দেশের হিন্দুদের উপাসনালয় পাহারা দিয়েছি ।

ইনসাফ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে তিনি আরো বলেন, ইসলামই পারে মানবতার প্রকৃত মুক্তি নিশ্চিত করতে। সকল অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আগামীর রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ।

মাটিরাঙ্গা উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে পথ সভায় সভাপতি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন।

এ‌তে ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ কাউছার আজিজীর সঞ্চালনায় অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) আলহাজ্ব মুহাম্মদ জান্নাতুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

এছোড়াও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি এইচ এম শফিকুল ইসলাম, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, মাওলানা তরিকুল ইসলাম, বাংলাদেশ হেফাজতে ইসলামের প্রতিনিধি মাও: আখতারুজ্জামান ফারুকী প্রমুখ বক্তব্য দেন।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ কাউছার আজিজী, মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও. হারুনুর রশীদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাও. দেলোয়ার হোসেন ও সাধারন সম্পাদক মো. তফাজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

.

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন