শেখ হাসিনা বিশ্বজয় করে দেখালেন, গৌরবান্বিত বাংলাদেশ: দীপংকর

রাঙামাটি আসনের সংসদ সদস্য ও জেলা আ’লীগের সভাপতি দীপংকর তালুকদার বলেছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বজয় করে দেখালেন, গৌরবান্বিত হয়েছে বাংলাদেশ। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত শেখ হাসিনার জন্মবার্ষিকী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি দীপংকর আরও বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে সারাবিশ্বে তোলপাড় সৃষ্টি হয়েছে। নেতৃত্বের এমন জাদুকরীতে আজ বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে। শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য, অর্থনীতি সবদিক দিয়ে বাংলাদশ এগিয়ে গেছে। প্রযুক্তি বিদ্যায় বাংলাদেশ অনেক উন্নত। তৃণমূল পর্যায়ে বাংলাদেশ এখন শহরে পরিণত হয়েছে। কারণ শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে এটা সম্ভব হয়েছে বলে এমপি জানান।
এসময় মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, সহ-সভাপতি নিখিল কুমার চাকমা, সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা পরবর্তী উপস্থিত সকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্মদিনের কেক কাটেন।