শেষ ম্যাচে বিশাল ব্যবধানে টাইগারদের পরাজয়

ভারতে বিপক্ষে ৪১০ রানের লক্ষ্য নিয়ে ব্যাটে নামে বাংলাদেশ। মাঠে নামার আগেই যেন বাংলাদেশ হেরে বসেছিলো। তবুও বড় রান তাড়া করতে নেমে ব্যাটারদের কাছ থেকে যে দায়িত্বশীল ব্যাটিং আশা করেছিলো সবাই, তার ছিটেফোটাও দেখা গেলো না।
একের পর এক উইকেট হারিয়ে ১৮২ রানে অলআউট হয়ে গেলো বাংলাদেশের ব্যাটাররা। যার ফলে ২২৭ রানের বিশাল ব্যবধানে পরাজয় বরণ করে নিতে হলো টাইগারদের।
সাকিব আর হাসান সর্বোচ্চ ৪৩ রান করেন। ২৯ রান করেন লিটন দাস। ইয়াসির আলী রাব্বি ২৫ এবং মাহমুদউল্লাহ রিয়াদ আউট হন ২০ রান করে।
শেষ দিকে তাসকিন আর মোস্তাফিজের দৃঢ়তা পরাজয়ের ব্যবধান কিছুটা কমিয়েছিলো শুধু। তাসকিন অপরাজিত থাকেন ১৭ রানে। ২টি ছক্কা মারেন তিনি। ১৩ রান করে আউট হন মোস্তাফিজ।
ঘটনাপ্রবাহ: ক্রিকেট, বাংলাদেশ, ভারত
Facebook Comment