শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈদগাঁও উপজেলার কর্মী সমাবেশ অনুষ্ঠিত
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈদগাঁও উপজেলা শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ সেপ্টেম্বর) বিকালে প্রিন্স অব ঈদগাহ কমিউনিটি সেন্টারে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা সভাপতি শামশুল আলম বাহাদুর, বিশেষ অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলার উপদেষ্টা দেলোয়ার হোসাইন, উপদেষ্টা শহিদুল আলম বাহাদুর, ঈদগাঁও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ছলিম উল্লাহ জিহাদি, উপদেষ্টা এড. সেলিম উল্লাহ বাহাদুর, উপদেষ্টা মৌলানা নুরুল আজিম, কক্সবাজার জেলার সাংগঠনিক সম্পাদক এম ইউ বাহাদুর, কক্সবাজার শহর সাধারণ সম্পাদক রাশেদুল হক, ঈদগাঁও উপজেলা শিবির সভাপতি শাহেদ মোস্তফা প্রমুখ।
এতে ঈদগাঁও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সাধারণ সম্পাদক বশির আহমদের সঞ্চালনায় দারসুল কোরান পেশ করেন উপদেষ্টা ছৈয়দ নুর হেলালী, সভাপতিত্ব করেন ঈদগাঁও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মো. কামাল পাশা।