সংসদে পার্বত্য ভূমি কমিশন আইন পাশ হলে পার্বত্যাঞ্চলে অনির্দিষ্টকালের জন্য হরতালের ডাক দেয়ার হুমকি দিয়েছে পার্বত্য যুব ফ্রন্ট

OLYMPUS DIGITAL CAMERA

আলমগীর মানিক,রাঙামাটি:
পার্বত্য ভুমি কমিশন আইন খসড়া (সংশোধনী) জাতীয় সংসদে যখনি পাস হবে তখন থেকে পার্বত্য চট্টগ্রামে লাগাতার হরতালের ঘোষণা পার্বত্য যুব ফ্রন্ট নামে একটি সংগঠনের। সোমবার সন্ধ্যায় রাঙামাটি শহরের বনরূপায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় যুব ফ্রন্টের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান। এই সময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনটির কেন্দ্রীয় উপদেষ্টা কাজী মোহাম্মদ জালোয়া ও কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ শাহ আলম। সংবাদ সম্মেলনে জানানো, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পার্বত্য চট্টগ্রামে আবারো অস্থিতিশীল পরিস্থিতি শুরু হয়েছে। বিশেষ করে পার্বত্য চুক্তি বাস্তবায়নের নামে পার্বত্য অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে সেনা ক্যাম্প প্রত্যাহার করে নেয়ায় উপজাতী সন্ত্রাসীদের খুন, অপহরণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ মারাত্বক ভাবে বেড়ে গেছে।

তারই মাঝে আবারও নতুন করে শুরু করেছে পার্বত্য অঞ্চলের নিরীহ বাঙ্গালীদের ভূমিহীন করার পায়তারা। একারণে পুরো পার্বত্যবাসী আতংকে দিন কাটাচ্ছে। সম্প্রতিক সময়ে উপজাতী নেতা খুনী সন্তু লারমার দাবীকৃত ভূমি কমিশন আইনে ১৩ দফা দাবী একতরফাভাবে মন্ত্রী সভায় অনুমোদিত হয়ে জাতীয় সাংসদে পাশ হওয়ার অপেক্ষায়।

]সংশোধনী খসড়া প্রস্তাবে অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে থাকা ভূমি পার্বত্য চুক্তির আলোকে উপজাতী শরনার্থীদের পূনর্বাসনে ব্যবহৃত হবে, এবং সদস্য সচিব পদে একজন উপজাতী নিয়োগ দেওয়া হবে এবং যে কোন বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য ঐ প্রতিনিধিকে পূর্ণাঙ্গ কর্তৃত্ব দিতে বলে যে কালো আইন সংশোধনী আনার খসড়া প্রস্তাব গৃহীত  হয়েছে তার তীব্র নিন্দা জ্ঞাপন করছে পার্বত্য যুব ফ্রন্ট। অবিলম্বে এসব সংবিধান ও বাঙ্গালী স্বার্থ বিরোধী কালো আইন পাশ করা হলে পর দিন থেকে লাগাতার হরতাল সহ কঠোর কর্মসূচীর ডাক দেয়া হবে বলে পার্বত্য যুব ফ্রন্টের নেতারা জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন