parbattanews

সংস্কারপন্থী নেতাকে গুলিবর্ষণ করায় শনিবার বাঘাইছড়ি-রাঙামাটি-দীঘিনালায় নৌ ও সড়ক অবরোধ!

1389280579.

রাঙামাটি সংবাদদাতা:

বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেলার বাঘাইছড়ি সদরের বাবুপাড়া এলাকায় ইউপিডিএফ নেতা বসু চাকমাকে লক্ষ্য করে গুলি করার প্রতিবাদে আগামী শনিবার বাঘাইছড়ি-রাঙামাটি-দীঘিনালার সড়ক ও নৌপথে অনির্দিষ্টকালের জন্য সড়ক ও নৌ পথ অবরোধের ডাক দিয়েছে পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউপিডিএফ ও সংস্কার পন্থী হিসেবে পরিচিত পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতি (এমএন লারমা ) জেএসএস।

বাঘাইছড়ির এমএন লারমা গ্রুপের নেতা নবদ্বীপ চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দল দু’টির পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালে উপজেলা সদর সংলগ্ন বাবু পাড়াস্থ নিজ বাসায় অবস্থানকালীন সংস্কারপন্থী নেতা বসু চাকমাকে লক্ষ্য করে সন্তু লারমা সমর্থিত জেএসএস এর সন্ত্রাসীরা এলোপাথাড়ি গুলি চালালেও লক্ষ্যভ্রষ্ট হলে তিনি পালিয়ে গিয়ে নিজেকে রক্ষা করেন। স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে আগত সন্ত্রাসীরা এসময় প্রায় ১০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। উল্লেখ্য, উপজেলা নির্বাচনের পর জেএসএস-ইউপিডিএফের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। প্রায়শ: বিভিন্ন স্থান থেকে ফাঁকা গুলির শব্দ শোনা যায়।

Exit mobile version