parbattanews

বাঘাইছড়িতে জেএসএস সংস্কার কর্মীকে গুলি করে হত্যা: ১ নারী গুলিবিদ্ধ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় জেএসএস সংস্কারের কর্মী দুর্ধব চাকমা চাকমা (৪৫) নামের এক ব্যক্তিকে গুলি করে করে হত্যা করা হয়েছে এবং এ ঘটনায় আরো ১ নারী গুলিবিদ্ধ।গুলিবিদ্ধ নারী দুর্দব চাকমার স্ত্রী বলে জানা গেছে।

বুধবার (২৫ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার রূপকারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিজয় ঘাট কারবারি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে একদল মুখোশ পরিহিত অস্ত্রধারী সন্ত্রাসী এসে রূপকারী গ্রামে অবস্থান করা দুর্ধব চাকমাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলে তিনি নিহত হন। এসময় তার স্ত্রীও গুলিবিদ্ধ হয়।

এ ঘটনার জন্য স্থানীয়রা সন্তু গ্রুফের পিসিজেএসএসকে দায়ি করেছেন। এদিকে ঘটনার পরপরই পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।তবে এ ব্যাপারে এখনও জেএসএসের বক্তব্য পাওয়া যায়নি। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ মনজুর বলেন, আমি লোকমুখে শুনেছি। তাই পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানোর ব্যবস্থা করেছি। দলটি ফিরে আসার পর বিস্তারিত জানা যাবে।

Exit mobile version