সকলকে পড়ার টেবিলে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়ে উমামা ফাতেমার সাইনআউট


সকলকে পড়ার টেবিলে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়ে জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর মুখপাত্র উমামা ফাতেমা আনুষ্ঠানিকভাবে সংগঠনটির সব কার্যক্রম থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি পোস্টের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানান। উমামা ফাতেমা উল্লেখ করেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি কেন্দ্রীয় কাউন্সিল হয়েছে গত পরশু। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর সঙ্গে আমার আনুষ্ঠানিক যাত্রা এখানেই শেষ হলো।’
তিনি আরও জানান, এনসিপি নামক রাজনৈতিক দল গঠনের পর জুলাইয়ের অসমাপ্ত কাজগুলো করার দায়বদ্ধতা থেকে তিনি এই ব্যানার নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেন। তবে রাজনৈতিক চাপের কারণে তিনি এই ব্যানার নিয়ে কাজ করতে পারেননি। উমামা বলেন, ‘আমি পুরো বিষয়টাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েই একটা গুডউইল থেকে ব্যানারকে সচল করার চেষ্টা করেছিলাম।’
তিনি অভিযোগ করেন, ‘যে মানুষগুলার সঙ্গে আমি পাশে দাঁড়ায়ে মিটিং করছি, মিছিল করছি, তারাই পরিকল্পনা মাফিক জুনিয়রদের দিয়ে আমার বিরুদ্ধে Smear campaign চালায়।’ উমামা আরও বলেন, ‘আমি মার্চ-এপ্রিল মাসে এই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি পোকার মতো ভেতর থেকে প্ল্যাটফর্মকে সুবিধাবাদীরা খেয়ে ফেলেছে।’
তিনি জানান, ‘জুলাই অভ্যুত্থানের মতো এত বড় ইভেন্ট দেখার পর চোখের সামনে সবকিছু ভেঙে পড়তে দেখাটা অনেক কঠিন।’ পরবর্তীতে তিনি বন্ধু ও শুভানুধ্যায়ীদের সঙ্গে পরামর্শ করে এই ব্যানার থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।
উমামা ফাতেমা বলেন, ‘আমি অভ্যুত্থানের স্বপ্নকে রক্ষার জন্য এই প্ল্যাটফর্মে গিয়েছিলাম।’ তিনি আরও উল্লেখ করেন, ‘যারা আমাকে কষ্ট দিয়েছে, তাদের আমি কখনও ক্ষমা করব না।’ তিনি রাজনৈতিকভাবে সুবিধা নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তা গ্রহণ করেননি।
সবশেষে, উমামা বলেন, ‘আমি গত ৮-৯ মাসকে ঝেড়ে ফেলে সামনে আগাতে চাই।’ তিনি সকলকে পড়ার টেবিলে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন।