parbattanews

সকলেই সচেতন থাকলে শান্তি বিনষ্ট হবে না : লে. কর্ণেল শহীদুল ইসলাম

 

মহালছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা :

খাগড়াছড়ি’র মহালছড়িতে আজ বৃহস্পতিবার সশস্ত্র দিবস উদযাপন উপলক্ষে মহালছড়ি জোন সদরে প্রীতি ভোজের আয়োজন করা হয়। উক্ত প্রীতিভোজ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অতিথিদের বিভিন্ন প্রশ্নের জবাবে মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল শহীদুল ইসলাম বলেন, ‘বর্তমানে মহালছড়ি উপজেলায় শান্তি বিরাজ করছে। শান্তি বিনষ্টকারী যতই শক্তিশালী হোক কোনভাবেই ছাড় দেওয়া হবেনা। আপনারা সকলেই সচেতন থাকলে শান্তি বিনষ্ট হবে না।’

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার লাবনী চাকমা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাকলী খীসা, ভাইস চেয়ারম্যান থুইলাঅং মারমা, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান রুইথী কারবারী, মহালছড়ি থানা অফিসার ইনচার্জ সেমায়ূন কবির চৌধুরী, ১ নং মহালছড়ি ইউপি চেয়ারম্যান লাব্রেচাই মারমা, ২ নং মুবাছড়ি ইউপি চেয়ারম্যান বাপ্পী খীসা, ৫ নং সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান সুইনুপ্রু চৌধুরী। এছাড়াও  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

Exit mobile version