সকলের অধিকার সমানভাবে নিশ্চিত করার লক্ষ্যে কাজ করব- পার্বত্যনিউজকে কুজেন্দ্র লাল ত্রিপুরা


পাহাড়ে বসবাসরত সকল জনগোষ্ঠীর সাম্প্রদায়িক সম্প্রীতি শক্তিশালী করতে এবং সকল সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি করতে কাজ করবেন বলে জানিয়েছেন সদ্য শপথ গ্রহণ করা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বঙ্গভবনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে রাষ্ট্রপতির নিকট শপথ গ্রহণের পর পার্বত্যনিউজ সম্পাদকের নিকট নিজের প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, আমার এলাকায় বহু ভাষাভাষী, সম্প্রদায় এবং বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। সকলের অধিকার যেন সমানভাবে নিশ্চিত হয় সেই লক্ষ্যেই কাজ করব।
তিনি বলেন, ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির আগে পাহাড় অনেক পিছিয়ে ছিল। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার আন্তরিকতা এবং পাহাড়িদের প্রতি ভালবাসায় পাহাড়ে অনেক উন্নতি হয়েছে। রাস্তাঘাট, শিক্ষা, কৃষিসহ সকল ক্ষেত্রে উন্নয়ন হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, আমি মনে করি, আমার কাজ হচ্ছে, পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি শক্তিশালী করা এবং সকল সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি করা।
প্রতিমন্ত্রী হবার পর তার অনুভূতি জানতে চাইলে কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, আমি আওয়ামী লীগের সাথে দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। দলের কাজের সাথে সম্পৃক্ত। এর আগে এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান হয়েছি। বড় পরিসরে কাজ করার ইচ্ছা ছিল। প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমাকে গুরু দায়িত্ব অর্পণ করার জন্য। এখন আমার দায়িত্ব হচ্ছে এলাকার উন্নয়ন করা।
উল্লেখ্য, দীর্ঘদিন পর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব খাগড়াছড়িতে ফিরে যাওয়ায় জেলার আপামর সাধারণ মানুষের মাঝে আনন্দের বন্যা বইছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮ নম্বর আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়লাভ করেন কুজেন্দ্র লাল ত্রিপুরা। এর আগে ২০১৪ এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি দুইবার জয়ী হন। তার আগে তিনি খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

















