‘সকলের মধ্যে সম্প্রীতি অক্ষুন্ন রাখতে হবে’

fec-image

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা একটি শান্তি প্রিয় এলাকা। এখানে সকল সম্প্রদায়ের মানুষজন একসাথে বসবাস করে আসছেন বছরের পর বছর। পার্বত্য এই উপজেলা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। রাজস্থলীর সকলের মধ্যে যেই সম্প্রীতি আছে, সেটা ধরে রাখতে হবে। কোন ধরণের সহিংসতা আমরা পছন্দ করি না, করবো না। আমরা একসাথে শান্তিতে বসবাস করতে চাই। আমরা গুজবে কান না দিই আর যারা গুজব প্রচার করে তাদের প্রতিহত করে আইনশৃঙ্খলা বাহিনীর নিকট সোর্পদ করতে হবে। অপরদিকে আইনশৃঙ্খলা বাহিনীকে সব সময় সর্তকতা বজায় রাখতে হবে।

রবিবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৩টায় রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক সম্প্রীতির সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র।

সভায় অন্যান্যদের মধ্যে রাজস্থলী সাব জোন কমান্ডার মেজর মোহাম্মদ আবদুল্লাহ আল মাহিন, উপজেলা কৃষি অফিসার আবুল খায়ের, মৎস্য কর্মকর্তা আরাফাত হোসেন, রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম মেম্বার, বাজার কমিটির সভাপতি ধনরাম কর্মকার, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিৎ কান্তি বড়ুয়া, সরকারি কলেজের অধ্যক্ষ উপানন্দ দাশ, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, হেডম্যান উথিনসিন মারমা, সামাজিক সম্প্রীতি সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী, হেডম্যান কার্বারি এবং বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন