চকরিয়ার বরইতলিতে

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক আলেমের

fec-image

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অকালে জীবন প্রদীপ নিভে গেল তরুণ আলেমে দ্বীন মাওলানা আবদুল মন্নান (৪৫) এর। এতে গুরুতর আহত হয়েছেন স্ত্রী আরশি (২৭) ও ছেলে শিহাম (৪)।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের চকরিয়ার বরইতলি বুড়ির দোকান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলেম কক্সবাজারের চৌফলদন্ডী ইউপির মাইজপাড়ার বাসিন্দা এবং পেকুয়ার উজানটিয়া এএস আলিম মাদরাসার আরবি প্রভাষক।

স্বজনরা জানান, চাকরির সুবাদে তিনি স্বপরিবারে পেকুয়ায় বসবাস করতেন। সপ্তাহিক ছুটি ও পৈতৃক এলাকার নিকটস্থ মসজিদে জুমার নামাজের খতীবের দায়িত্বের সুবাদে স্ত্রী সন্তান নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। অটোরিকশা যোগে ফেরার পথে উক্ত স্থানে পৌঁছলে ডাম্পার ট্রাকের সাথে সংঘর্ষে তিনজনই গুরুতর আহত হন।

আশংকাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে মাওলানা আব্দুল মান্নানের মৃত্যু হয়। এ সংবাদ মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বমহলে শুকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

পরদিন শুক্রবার জুমার নামাজের পর এ প্রতিভাবান তরুণ আলেমের দাফন সম্পন্ন হয় বলে জানান স্থানীয় চেয়ারম্যান মনজুর আলম।

স্থানীয় সূত্র জানায়, মাওলানা আব্দুল মান্নান শুধু একজন শিক্ষকই ছিলেন না। তিনি মসজিদের খতিব এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ একাডেমীর একজন আরবি প্রশিক্ষকও ছিলেন।
তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঈদগাঁও আদর্শ সাংবাদিক পরিষদ নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঈদগাঁও, কক্সবাজার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন