parbattanews

সনদপত্রে ‌’আদিবাসী’ না লেখার ব্যাপারে মন্ত্রণালয়ের নির্দেশনার পাল্টা জবাব দিয়েছেন চাকমা সার্কেল চিফ


নিজস্ব প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রামের বসবাসরতদের স্থায়ী বাসিন্দা সনদপত্রে  ‌’আদিবাসী বাসিন্দা’ না লেখার ব্যাপারে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে সম্প্রতি প্রেরিত নির্দেশনার পাল্টা জবাব দিয়েছেন চাকমা সার্কেল চিফ।

জানা যায়, সম্প্রতি মন্ত্রণালয় থেকে প্রেরিত এক নির্দেশপত্রে বলা হয়েছে, পার্বত্য চট্টগ্রামের বসবাসরতদের স্থায়ী বাসিন্দা সনদপত্রে ‌’আদিবাসী’র পরিবর্তে সংবিধানে উল্লিখিত ‘উপজাতি’, ‘ক্ষুদ্র জাতিসত্তা’, ‘নৃগোষ্ঠী’ ও ‘সম্প্রদায়’ হিসেবে উল্লেখ করতে হবে। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, তিন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান, তিন পার্বত্য জেলার জেলা প্রশাসক, তিন পার্বত্য চীফ সার্কেলদের এ নির্দেশ কার্যকর করতে হবে।

মন্ত্রণালয়ের প্রেরিত এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে গত বুধবার ৮ নভেম্বর চাকমা সার্কেল চিফ ব্যারিষ্টার দেবাশীষ রায় মন্ত্রণালয় বরাবরে এক স্মারকলিপি প্রেরণ করেছেন। এতে তিনি স্থায়ী বাসিন্দা সনদপত্রে ‘আদিবাসী’ শব্দটি লেখার পক্ষে নিজের মতামত ব্যক্ত করেছেন।

Exit mobile version